Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরাগে ডুবে যাওয়া ট্যাক্সিক্যাব উদ্ধারে অভিযান ফের শুরু


২২ জুলাই ২০১৯ ০৮:৩৪ | আপডেট: ২২ জুলাই ২০১৯ ১১:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় তুরাগ নদীতে ডুবে যাওয়া ট্যাক্সিক্যাবটি উদ্ধারে আবারও অভিযান শুরু হয়েছে। সোমবার (২২ জুলাই) সকাল থেকে শুরু হওয়া উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন নৌ-পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ফায়ার সার্ভিস সদস্যরা।

এর আগে রোববার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হলুদ রঙের একটি ট্যাক্সিক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেন উদ্ধারকারীরা। কিন্তু মধ্যরাত পর্যন্তও ট্যাক্সিক্যাব বা এর আরোহিদের খুঁজে পাওয়া যায়নি।

তুরাগ নদীতে ডুবে গেল ট্যাক্সিক্যাব

রাতে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল উদ্দিন সারাবাংলাকে বলেছিলেন, নদীতে বেশ স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পোহাতে হয়েছে।

বিজ্ঞাপন

পরে সোমবার সকাল থেকে আবারও শুরু হয় উদ্ধার অভিযান।

জসিম উদ্দিন জয় নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ট্যাক্সিক্যাবটি সাভার হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। সালেহপুরে এসে হঠাৎ সেটি নদীতে পড়ে যায়।

অন্যদিকে ট্যাক্সিক্যাবটিতে কতজন যাত্রী ছিলেন তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

আকিজ মটরসে কাজের সুযোগ
১৩ আগস্ট ২০২৫ ১৫:১৪

আরো

সম্পর্কিত খবর