Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদার সঙ্গে দেখা করলেন স্বজনরা


৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:২৪ | আপডেট: ২০ অক্টোবর ২০১৮ ১৭:১১

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন তার স্বজনরা। আদালতে রায়ের পর থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে তাকে। পুলিশ জানিয়েছে, সুযোগ-সুবিধা অনুযায়ী তাকে কাশিমপুর কারাগারে নেওয়া হবে।

শুক্রবার দুপুর ৩টা ৪০মিনিটে তার স্বজনদের পাঁচজন কারাগারের ভেতরে যান। বিকেল ৫টা ১০ মিনিটে তারা সাক্ষাৎ শেষে চলে যান। স্বজনদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম এবং খালেদা জিয়ার ভাতিজা ফায়েক এস্কান্দার (অভি)। এর আগে দুপুর ৩টার দিকে কারা ফটকে এসে পৌঁছান তারা।

কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ জাহাঙ্গীর কবির নিশ্চিত করেছেন, বিকাল সোয়া চারটায় খালেদার স্বজনরা তার সঙ্গে দেখা করতে পেরেছে।

পরিবারের সদস্যদের সঙ্গে আরও আছেন নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম-সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।

গতকাল (বৃহস্পতিবার) দুর্নীতি দমন কমিশনের মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয় বিশেষ আদালত।

সারাবাংলা/এসআর/এমএ

মীর হেলাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর