Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ বছর পর আবারও পরিচালনায়


২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুভাষ ঘাই (ছবি: উইকিপিডিয়া)

বলিউডের আলোচিত এবং খ্যাতিমান পরিচালক তিনি। অনেক সফল ছবির মূল কারিগর। তার হাত ধরে বলিউডে প্রতিষ্ঠিত হয়েছে অনেকেই। হ্যাঁ, বলিউডের জনপ্রিয় পরিচালক সুভাষ ঘাইয়ের কথাই বলা হচ্ছে। পাঁচ বছরের বিরতি দিয়ে আবারও নির্মাণে ফিরছেনেএই তারকা পরিচালক।

২০১৪ সালে শেষবার পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছিল সুভাষ ঘাইকে। ছবির নাম ছিল ‘কাঞ্চী’। যদিও ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। তবে এবার আর বড় দৈর্ঘ্যের সিনেমা নয়, বরং স্বল্প দৈর্ঘ্যের ছবি পরিচালনা করবেন সুভাষ ঘাই। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরির ঘোষণা দিয়েছেন তিনি। ছবির নাম ‘দ্য পার্সপেকটিভ’। ছবিটি হবে এক ঘন্টা দৈর্ঘ্যের।

বিজ্ঞাপন

‘দ্য পার্সপেকটিভ’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে বলিউডের শক্তিমান অভিনেতা মনোজ বাজপেয়ীকে। শোনা যাচ্ছে, একজন সূত্রধরের চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়া ‘দ্য পার্সপেকটিভ’-এ কাজ করবেন সুভাষ ঘাইয়ের ফিল্ম ইনস্টিটিউট-এর টেকনিসিয়ান ও ছাত্রেরা।

অক্টোবরের ২ তারিখে গান্ধী জয়ন্তীতেই মুক্তি পাবে ‘দ্য পার্সপেকটিভ’।

গান্ধী নির্মাতা পরিচালক বলিউড সুভাষ ঘাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর