Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা


১৫ অক্টোবর ২০১৯ ২২:৪৯

ফরিদপুর: ফরিদপুরে বাড়িতে ঢুকে ঝর্ণা মণ্ডল (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

ঝর্ণা ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের দুলাল মণ্ডলের স্ত্রী। প্রতিবেশীরা জানান, দুপুর আড়াইটার দিকে ঝর্ণার মরদেহ দেখতে পান তারা।

ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, দিনের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই গৃহবধূকে হত্যা করা হয়। তার মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, দুলাল মণ্ডল রাজমিস্ত্রির কাজ করেন। তার ছেলে কৃষ্ণ মণ্ডল (১৯) পড়ালেখার পাশাপাশি বাবার কাজে সহযোগিতা করে। আজ সকালে দুলাল তার ছেলেকে নিয়ে কাজে বেড়িয়ে যান। তাদের মেয়ে বন্যা পূজার আগে থেকে মামার বাড়িতে।

ঘটনার পরে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জামাল পাশা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জামাল পাশা সারাবাংলাকে জানান, ঘরের কোনো মালামাল খোয়া যায়নি। এ থেকে ধারণা করা যায় দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যেই বাড়িতে এসেছিলেন। ঝর্ণা মণ্ডলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর