Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘনায় নিখোঁজের ৮ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃতদেহ উদ্ধার


২৩ ডিসেম্বর ২০১৯ ২১:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মেঘনা নদীতে তলিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফাহিমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজলার আধারা ইউনিয়নর চরআব্দুল্লাহ এলাকার মেঘনা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত ফাহিম রাজধানীর ড্যাফোডিল ইটারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি চাঁদপুরের মতলব উপজেলার মো. বাবুলের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের বন্ধু ইমরানের সঙ্গে আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ এলাকায় বেড়াতে যান ফাহিম। সোমবার সকাল ১০ টার দিকে তারা দুইজন নদীতে হাঁটু পানিতে নেমে ছবি তুলছিলেন। এক পর্যায়ে ঢেউয়ে ভেসে পড়ে যান ফাহিম। এরপরই তিনি তলিয়ে যান।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টার দিকে তারা ফাহিম নিখোঁজের খবর পান। তখন থেকেই উদ্ধার অভিযান শুরু হয়। বিকেল সাড়ে ৫টায় ডুবুরিদল ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছে অভিযানে যোগ দেয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফাহিমের মৃতদেহ পাওয়া যায়।

টপ নিউজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মরদেহ উদ্ধার মেঘনায় ডুবে মৃত্যু