Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি সাংবাদিক সমিতির নতুন সাধারণ সম্পাদক ইমরান হোসেন


২৫ ডিসেম্বর ২০১৯ ২০:৫২ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ২১:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) চলতি কমিটির অবশিষ্ট মেয়াদে জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইমরান হোসেন। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দীপক চন্দ্র রায়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে চলতি বর্ষের চতুর্থ কার্যনির্বাহী সভায় সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবিরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের পদ শূন্য হওয়ায় গঠনতন্ত্রের ৬(জ) ধারা অনুযায়ী সকল কার্যনির্বাহী সদস্যদের মতামতের ভিত্তিতে সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো.ইমরান হোসেনকে চলতি কমিটির অবশিষ্ট মেয়াদে সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দীপক চন্দ্র রায়কে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞাপন

নবনিযুক্ত সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন ইউএনবি ও যুগ্ম সাধারণ সম্পাদক দীপক চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১৯ বর্ষের সাধারণ সম্পাদক ছিলেন মাহদী আল মুহতাসিম। সম্প্রতি তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেছেন। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে তিনি পদত্যাগ করেন।

ইমরান হোসেন ডুজা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
৫ জুলাই ২০২৫ ১৯:৫৬

আরো

সম্পর্কিত খবর