Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কার্গিল যুদ্ধে শহীদ হবেন সিদ্ধার্থ


২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:০২

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

হলেন তো অনেক কিছুই। স্টুডেন্ট, ভিলেন, বক্সার, যোদ্ধা আর প্রেমিক তো বটেই। চরিত্রের এই ভিন্নতার কারণেই সবার নজরে আটকে আছেন সিদ্ধার্থ। এবার সুযোগ পেলেন বায়োপিকে। হ্যাঁ, কার্গিল যুদ্ধে শহীদের চরিত্রে অভিনয় করবেন বলিউডের নবীন অভিনয়িশিল্পী সিদ্ধার্থ মালহোত্রা।

ভারতের সর্বোচ্চ সামরিক পদক ‘পরমবীর চক্র’ পদকপ্রাপ্ত ক্যাপ্টেন বিক্রম বাট্রাকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হবে বলিউডে। ১৯৯৯ সালে কাশ্মীরে, ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের ইতিহাসের কঠিনতম অপারেশনের অধিনায়ক ছিলেন তিনি। পাকিস্থান আর্মির কাছেও তিনি ‘লায়ন কিং’ বা ‘শের শাহ’ নামে পরিচিত।

সিদ্ধার্থের বলিউড ক্যারিয়ার পাঁচ বছরের কিছু বেশি। এর মধ্যেই এমন চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আনন্দিত তিনি। সিদ্ধার্থ বলেন, ‘এমন চরিত্রে অভিনয় করা সত্যি অনেক গর্বের ও সম্মানের। যেহেতু বায়োপিক, তাই আমি আরো সতর্ক এবং পরিশ্রমী হবো চরিত্রটি করার ক্ষেত্রে।’

২০০৩ সালে ‘লক কার্গিল’ ছবিতে বিক্রম বাট্রার চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। তবে ছবিটি বায়োপিক নয়। তাই সিদ্ধার্থ মালহোত্রাই প্রথম অভিনয় করতে যাচ্ছেন বিক্রম বাট্রার বায়োপিকে। একই সঙ্গে প্রথমবার বায়োপিকে অভিনয় করছেন এই বলিউড স্টার।

সারাবাংলা/পিএ

বিক্রম বাট্রা সিদ্ধার্থ মালহোত্রা

বিজ্ঞাপন

হিজলায় বজ্রপাতে গৃহবধূ নিহত
২৭ এপ্রিল ২০২৫ ২২:১৮

আরো

সম্পর্কিত খবর