Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে হিমশিম খেয়ে বয়স্কদের ফিরিয়ে দিচ্ছেন চিকিৎসকরা


১৬ মার্চ ২০২০ ১৫:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগ ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে ইউরোপজুড়ে। তার মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালির।

সোমবার (১৬ মার্চ) পর্যন্ত ইতালিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭৪৭ জন। মৃত্যু হয়েছে এক হাজার ৮০৯ জনের। ছয় কোটি মানুষকে রাখা হয়েছে কোয়ারেনটাইনে। এই বিপুল পরিমাণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অপ্রতুল আইসিইউ ও চিকিৎসাসেবা ব্যবস্থার মধ্যে কঠিন এক সিদ্ধান্ত নিয়েছে ইতালির স্বাস্থ্যসেবা দানকারী কর্তৃপক্ষ, তারা ঘোষণা দিয়েছে ৮০ বছরের বেশি বয়সী কোনো রোগীকে চিকিৎসা দেবেন না তারা।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ইতালির সাধারণ নাগরিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

প্রসঙ্গত, ইতালিতে আইসিইউ শয্যা আছে মাত্র পাঁচ হাজার। এ অবস্থায় ইতালির কর্তৃপক্ষ অপেক্ষাকৃত কমবয়স্কদের চিকিৎসা দিয়ে বাঁচানোর চেষ্টা করতে চায়। ৮০ বছরের বেশি বয়সীদের চিকিৎসা দিলেও তাদের বাঁচার সম্ভাবনা কম, উলটো তাদের চিকিৎসা না দিয়ে কমবয়সীদের পেছনে বেশি সময় দিলে দেশেরই লাভ।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট, ইউরো নিউজ

ইতালি করোনাভাইরাস কোভিড-১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর