Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারওয়ানকে নিয়ে মন্তব্য করে গেইলের ক্যারিয়ার হুমকির মুখে


১৩ মে ২০২০ ১৫:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে একটা সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন ক্রিস গেইল ও রামনরেশ সারওয়ান। দু’জন জুটি গড়ে দেশকে কত ম্যাচ জিতিয়েছেন তার ইয়ত্তা নেই। কিন্তু তাদের বর্তমান সম্পর্কটা হয়ে পড়েছে সাপে-নেউলের মতো! সাবেক সতীর্থকে করোনাভাইরাসের চেয়েও খারাপ বলেছেন গেইল। আর সাবেক সতীর্থকে নিয়ে এমন মন্তব্য করায় ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারেন ক্রিস গেইল বলে মনে করছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডাব্লিউআই) প্রধান রিকি স্কিরিট।

ওয়েস্ট ইন্ডিজের দুই তারকার মধ্যে ঝামেলাটা বেঁধেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চুক্তি নিয়ে। গত বছর সিপিএলের দল জ্যামাইকা তালাওয়াসের সঙ্গে তিন বছরের চুক্তি করেন গেইল। কিন্তু বছর না ঘুরতেই ক্যারিবিয়ান দানবের সঙ্গে চুক্তি বাতিল করেছে তালাওয়াস। গেইল মনে করছেন, এতে হাত আছে দলটির সহকারী কোচ ও সাবেক সতীর্থ সারওয়ানের।

বিজ্ঞাপন

৪০ বছর বয়সী ক্রিস গেইল এখনো বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়। যেকোনো ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট গেইলকে ছাড়া যেন কল্পনায় করা যায় না। তবে এবার নেমে আসতে পারে গেইলের ওপর নিষেধাজ্ঞা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান রিকি স্কিরিট বলেন, ‘আমি জানি এটা দুইজনের মধ্যকার একটি বিষয়। কিন্তু গেইল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অধীনের সিপিএলের একটি দলের সঙ্গে চুক্তিবদ্ধ। আর চুক্তিবদ্ধ ক্রিকেটাররা কখনোই এমন ব্যবহার করতে পারে না। তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর আমার আশা এটা যেন তার ক্যারিয়ারে কোনো প্রভাব না ফেলে।

স্কিরিট আরো বলেন, ‘সিপিএলের অনেক নিয়ম আছে, আর সেসব নিয়ম ভঙ্গ করলে তার প্রতিক্রিয়ারও দেখা মিলবে। আমি চাই না গেইলের দুর্দান্ত এমন ক্যারিয়ারে এটা প্রভাব ফেলুক। আমি এটা দেখে মোটেও খুশি হইনি। কিন্তু নিয়ম অনুয়ায়ী গেইলের এমন মন্তব্যের জন্য তার সঙ্গে আলোচনা করা হবে। এবং আমি আশা করি এটা তার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে না।’

ইউটিউবের একটি ভিডিওতে সারওয়ানকে রীতিমতো ধুয়ে দিয়েছিলেন গেইল। ক্যারিবিয়ান দানব বলেন, ‘সারওয়ান, তুমি করোনাভাইরাসের চেয়েও ভয়ংকর। তালাওয়াসের যা হয়েছে, এর পেছনে তুমিই কলকাঠি নেড়েছো। কারণ মালিকদের সঙ্গে তোমার খুব দহরম মহরম। অথচ আমার গত জন্মদিনেও জ্যামাইকাতে এসে লম্বা ভাষণ দিয়েছিলে, বলেছিলে আমরা কিভাবে উঠে এসেছি, আমাদের কত ভালো বন্ধুত্ব।’

গেইল বলেন, ‘সারওয়ান, তুমি একটা সাপ। তুমি প্রতিশোধপরায়ণ। এখনো মানসিকভাবে অপরিণত। মানুষকে এখনো পেছন থেকে ছুরি মার তুমি। এখনো তুমি কথা ছড়াও। মানবিকতা কবে বদলাবে তুমি?’

উল্লেখ্য, জ্যামাইকার চুক্তি হারিয়ে আগামী মৌসুমের জন্য সেন্ট লুসিয়ায় যোগ দিয়েছেন গেইল। এর আগে তার নেতৃত্বেই দুবার সিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে জ্যামাইকা, ২০১৩ ও ২০১৬ সালে। মাঝখানে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে দুই মৌসুম খেলে গত বছর আবারও জ্যামাইকায় ফিরেছিলেন।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড ক্রিকেট থেকে নিষিদ্ধ ক্রিস গেইল নিষিদ্ধ হতে পারেন সারওয়ান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর