Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রেস্ট সিকিউরিটিজের পরিচালক রিমান্ডে


২৯ জুলাই ২০২০ ১৬:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় গ্রেফতার ক্রেস্ট সিকিউরিটিজ কেলেঙ্কারির অন্যতম আসামি কোম্পানির পরিচালক অহিদুজ্জামানকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৯ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ আদেশ দেন। এ সময় পল্টন থানার প্রতারণার মামলায় অহিদুজ্জামানকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ।

এদিকে আসামিপক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে এ জামিনের বিরোধিতা করে রিমান্ড মঞ্জুরের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নাকচ করে তাকে দুইদিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ।

গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপকমিশনার আজিমুল হক জানান, এর আগে একই মামলায় কোম্পানিটির চেয়ারম্যান ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। তারা গ্রাহকদের প্রায় একশ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

অর্থ আত্মসাৎ ক্রেস্ট সিকিউরিটিজ টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর