Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা টিকা: বৈশ্বিক জোটে ১৫৬ দেশ, নেই চীন-যুক্তরাষ্ট্র


২২ সেপ্টেম্বর ২০২০ ১১:০৯ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সমন্বয়ে গড়ে ওঠা করোনা টিকার বৈশ্বিক কার্যক্রম – কোভ্যাক্স এর সঙ্গে যোগ দিয়েছে বিশ্বের ১৫৬ দেশ। তবে, এই জোটে নেই যুক্তরাষ্ট্র এবং চীন। খবর রয়টার্স।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডব্লিউএইচও’র তরফ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।

এ বৈশ্বিক জোটের কাজ হবে ২০২১ সালের মধ্যে ২ বিলিয়ন ডোজ করোনা টিকা বিশ্বব্যাপী সরবরাহের ব্যবস্থা করা। সেক্ষেত্রে, স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্যঝুঁকিতে যারা রয়েছেন তারা অগ্রাধিকার পাবেন।

এ ব্যাপারে ডব্লিউএইচও’র ডিরেক্টর জেনারেল (ডিজি) টেড্রোস আধানম গেব্রেইসাস বলেছেন, এ কার্যক্রম কোনো দাতব্য উদ্যোগ নয়। সকলের সমান অংশীদারিত্বের ভিত্তিতে কোভ্যাক্স কার্যক্রম এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

এদিকে, যুক্তরাষ্ট্র তার নিজদেশের সকল নাগরিকের জন্য করোনা টিকা নিজেরাই নিশ্চিত করতে পারবে বলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

যদিও, ট্রাম্প প্রশাসনের এই আচরণকে স্বার্থান্বেষী বলে সমালোচকরা উল্লেখ করেছেন।

অন্যদিকে, করোনা টিকা সংক্রান্ত এই বৈশ্বিক জোটের পক্ষ থেকে বেইজিংয়ের সঙ্গে আলোচনা অব্যাহত আছে বলে জানানো হয়েছে।

আগামীতে আরও ৩৮ দেশ এই জোটে যোগ দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।

ইতোমধ্যেই, করোনা টিকার ব্যাপারে প্রাথমিক গবেষণা কাজে ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠন করেছে এই বৈশ্বিক জোট। এই তহবিলের পরিমাণ আগামীতে ৭০০-৮০০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে মনে করছে ডব্লিউএইচও।

করোনা টিকা করোনা ভ্যাকসিন কোভ্যাক্স বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর