Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়দিনে শান্তির সুবাতাস ছড়িয়ে দেওয়ার আহ্বান রওশন এরশাদের


২৪ ডিসেম্বর ২০২০ ১৪:১৪ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ১৪:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলের নেতা রওশন এরশাদ বড়দিনে সাম্প্রদায়িকতা, সহিংসতা আর ভেদাভেদ ভুলে শান্তির সুবাতাস ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি প্রত্যাশা করেন, এ ধর্মীয় উৎসবে সব ধর্মের মানুষের মধ্যে সংহতি গড়ে উঠবে এবং তা বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করবে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এক বাণীতে রওশন এরশাদ এসব কথা বলেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে দেশের খ্রিস্ট ধর্মাবলম্বীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলের এই নেতা।

বিরোধীদলীয় নেতা তার বাণীতে বলেন, ‘মানবজাতিকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশু খ্রিস্টের জন্ম হয়। তিনি মানুষকে শুনিয়েছেন শান্তির বাণী ও ভালবাসার কথা। যীশু খ্রিস্টের জন্ম ও তাঁর ক্রশীয় মৃত্যুর প্রকৃত তাৎপর্য হল মানুষের পাপ-কালিমা মুছে যাওয়া, সত্য জীবনযাপন করা, অন্যায় অত্যাচার বন্ধ করা, ন্যায্যতা আনাসহ ভালো কাজে আমাদের উদ্বুদ্ধ করা।’

বিজ্ঞাপন

ধর্মীয় উৎসব বড়দিন ভেদাভেদ ভ্রাতৃত্বের বন্ধন রওশন এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর