Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১ ১৫:৫১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ১৭:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলিকে। হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে গ্রিন করিডর হাসপাতালে ভর্তি  করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে সৌরভকে হাসপাতালে ভর্তি করায় তার পরিবার। পরিবার সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। পরে বুধবার দুপুরে ব্যথা বাড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। গ্রিন করিডর করে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। তবে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এর আগে, ২ জানুয়ারি সকালে বেহালার বাসায় জিম করার সময় অসুস্থ হয়ে পড়েন সৌরভ। মাথা ঘুরে পড়ে যান। হঠাৎ সবকিছু তার ব্ল্যাকআউট হয়ে যায়। এ সময় তাকে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। দেখা যায়, মৃদু হার্ট অ্যাটাক হয়েছিল সৌরভের। তার তিনটি করোনারি ধমনিতে ব্লক ধারা পড়ে। চিকিৎসকরা একটি স্টেন পরিয়েছিলেন। তবে চিকিৎসকরা তখন জানিয়েছিলেন পরবর্তীতে দ্বিতীয় এনজিওপ্লাস্টি করানো হবে তাকে। বেশ কয়েকদিন হাসপাতলে চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরা সৌরভ আবারও অসুস্থ হয়ে পড়লেন।

বিজ্ঞাপন

জানা গেছে, সৌরভের বিষয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে রাজি নন তার পরিবার এবং চিকিৎসকরা। কয়েকটা দিন হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, ধমনিতে ব্লকের কারণে সৌরভকে আরও একটি স্টেন পরানোর সিদ্ধান্ত নিতে পারেন চিকিৎসকরা।

সারাবাংলা/এনএস/এসএইচএস

টপ নিউজ ভারত সৌরভ গাঙ্গুলি হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর