Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আক্রান্ত অর্জুন রামপাল, বললেন ‘খুবই ভয়ানক’


১৮ এপ্রিল ২০২১ ১৩:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একের পর করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বলিউড তারকারা। এবার করোনা আক্রান্ত অভিনেতা অর্জুন রামপাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ খবর জানিয়েছেন অভিনেতা নিজেই। এর আগে শনিবার (১৭ এপ্রিল) করোনা সংক্রমিত হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেতা সোনু সুদ।

নিজের শেয়ার করা পোস্টে অর্জুন লিখেছেন, ‘আমার কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও আমার সেরকম কোনও উপসর্গ নেই, তবু নিজেকে হোম আইসোলেশনে রখেছি। চিকিৎসকের পারমর্শ মেনে ওযুধ খাচ্ছি ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলছি।’

সবাইকে সতর্ক করে অর্জুন নিজের পোস্টে আরও লেখেন, ‘গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছে, তাদের সকলকে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। এটা খুবই ভয়ানক একটা সময়। তবে আমরা যদি সজাগ ও সতর্ক থাকতে পারি তবে একসঙ্গে হারিয়ে দিতে পারব করোনা। যা সকলের ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে।’

বিজ্ঞাপন

এদিকে, বলিউডে সদ্য করোনাকে জয় করেছেন রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, কার্তিক আরিয়ান, আলিয়া ভাট, ভূমি পেডনেকরের মতো তারকারা। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অক্ষয় কুমারও। যদিও তিনি করোনা-মুক্ত কি না, সে বিষয়ে সঠিক তথ্য জানাননি।

ভারতের মুম্বাইতে বেড়ে চলা কোভিড পরিস্থিতির কারণে আপাতত সেখানে কার্ফু ঘোষণা করা হয়েছে। তাই মুম্বাই ছাড়ছেন অনেক তারকাই। এরই মধ্যে, মা অমৃতার সঙ্গে মালদ্বীপ গিয়েছেন সাইফ-কন্যা, অভিনেত্রী নীনা গুপ্তা রয়েছেন উত্তরাখণ্ডের মুক্তেশ্বরে। এমন কি মুম্বাইতে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও।

অর্জুন রামপাল করোনা আক্রান্ত বলিউড বলিউড অভিনেতা বলিউড ইন্ডাস্ট্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর