Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের কাছে আরও ৫০ কোটি ডলার চায় শ্রীলংকা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২২ ১৯:১০ | আপডেট: ২৪ মে ২০২২ ২১:০১

জ্বালানি তেল কিনতে বৈদেশিক মুদ্রার চরম সংকটের মধ্যে ভারতের এক্সিম ব্যাংক থেকে ৫০ কোটি মার্কিন ডলার ঋণ চায় শ্রীলংকা। ইতোমধ্যে ওই ঋণের চাহিদাপত্র মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।

মঙ্গলবার (২৪ মে) শ্রীলংকার জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, দুই ধাপে ভারতের এক্সিম ব্যাংক এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কাছ থেকে ৭০ কোটি মার্কিন ডলার ঋণ নিয়েছে শ্রীলংকা।

এরই মধ্যে শ্রীলংকায় পেট্রোলের দাম ২৪.৩ শতাংশ এবং ডিজেলের দাম ৩৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে, শ্রীলংকা বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে তাদের জ্বালানি সংকট মেটানোর চেষ্টা অব্যাহত করছে, তার অংশ হিসেবেই ভারতের কাছে সর্বশেষ ঋণ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এনডিটিভি।

বিজ্ঞাপন

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার থেকে শ্রীলংকা আর্থ-সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বাজে সময় পার করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একইসঙ্গে, রাজনৈতিক অস্থিরতা এবং সামগ্রিক নিরাপত্তার সংকট দ্বীপরাষ্ট্রটিকে গ্রাস করেছে।

সারাবাংলা/একেএম

ঋণ জ্বালানি তেল ভারত শ্রীলংকা

বিজ্ঞাপন

‘চেং মাই’ দেখতে শত শত মানুষ
১২ জুলাই ২০২৫ ২০:২৪

আরো

সম্পর্কিত খবর