Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোরাইস্বামী যাচ্ছেন লন্ডন, ঢাকায় রাষ্ট্রদূত হচ্ছেন সুধাকর

আন্তর্জাতিক ডেস্ক
২ জুলাই ২০২২ ১৭:০৫ | আপডেট: ২ জুলাই ২০২২ ১৭:৪৯

বাম থেকে বিক্রম দোরাইস্বামী ও সুধাকর দালেলা, ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীকে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সুধাকর দালেলাকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। খবর দ্য হিন্দুস্তান টাইমস।

রাষ্ট্রদূত গায়ত্রী ইসার কুমারের স্থলাভিষিক্ত হবেন বিক্রম দোরাইস্বামী। গায়ত্রী চলতি বছরের ৩০ জুন অবসর গ্রহণ করেন। আর ১৯৯৩ ব্যাচের আইএফএস অফিসার সুধাকর দালেলা বর্তমানে যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশনের দায়িত্ব পালন করেছেন।

১৯৯২ ব্যাচের ভারতীয় পররাষ্ট্র পরিষেবা অফিসার দোরাইস্বামী। এর আগে তিনি উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন তিনি।

বিজ্ঞাপন

পরিশ্রমী ও পেশাদার কূটনৈতিক হিসেবে পরিচিত বিক্রম দোরাইস্বামী। অবকাঠামো ও প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করাসহ ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঘনিষ্ঠ করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছিলেন তিনি।

সারাবাংলা/এনএস

বাংলাদেশ বিক্রম দোরাইস্বামী ভারত সুধাকর দালেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর