Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় সাংবাদিক মহাসমাবেশ শনিবার, প্রস্তুতি সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২২ ১৭:১০

কুষ্টিয়া: কুষ্টিয়ায় আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরি মাঠে আগামীকাল দশ তারিখে  অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংবাদিক মহাসমাবেশ।

এই সাংবাদিক মহাসমাবেশে স্থানীয় সাংবাদিক নেতাসহ দেশবরেণ্য বিভিন্ন সাংবাদিক নেতারাও অংশ নেবেন। ইতিমধ্যে মহাসমাবেশের প্রচার-প্রচারণাসহ সব প্রকার সাংগঠনিক ও দাফতরিক কার্যক্রম শেষ করা হয়েছে। চলছে মাঠ প্রস্তুতির কাজ।

বিজ্ঞাপন

স্থানীয় সাংবাদিক নেতারা জানান, সাংবাদিক হাসিবুর রহমান রুবেল গত ৪ জুলাই সন্ধায় নিখোঁজ হয়। নিখোঁজের ৩ দিনের মাথায় ৭ জুলাই কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ব্রিজের নিচে গড়াই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে রুবেলের পরিবার বাদী হয়ে কুষ্টিয়ার কুমারখালী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন।

সেই মামলার কোনো অগ্রগতি না থাকায় বিভিন্ন সময় কুষ্টিয়া জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন মানববন্ধনসহ নিয়েছেন বিভিন্ন ধরনের কর্মসূচি। সেই সব কর্মসূচির পরও মামলার তেমন কোনো অগ্রগতি না থাকায় ডাক দেওয়া হয় এই সাংবাদিক মহাসমাবেশের।

সারাবাংলা/এমও

কুষ্টিয়া সাংবাদিক মহাসমাবেশ