Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বুবুজান’ চলবে ২১ সিনেমা হলে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৭

নারী নির্যাতন বিরোধী গল্পে শামীম আহমেদ রনি নির্মাণ করেছেন ‘বুবুজান’। ছবিটি শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সারাদেশে মুক্তি পাচ্ছে। প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া সূত্রে জানা গেছে ছবিটি ২১টি সিনেমা হলে মুক্তি পাবে।

‘বুবুজান’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি, নিশাত নাওয়ার সালওয়া ও শান্ত খান। ছবিতে মাহি ও শান্ত খানকে ভাই বোনের চরিত্রে দেখা যাবে।

মাহিয়া মাহি বলেন, ‘এই ধরণের গল্পে আগে অভিনয় করিনি। গল্পপ্রধান সিনেমা বুবুজান। বিশ্বাস করি সবাই একটা ভালো কিছু নিয়ে বাসায় ফিরবেন। সুন্দর একটা ম্যাসেজ আছে সিনেমার গল্পে।’

শান্ত খান বলেন, ‘সিনেমার গল্পটি বোন নির্ভর। নায়ক মান্না স্যারের আম্মাজান সিনেমায় যেমন মায়ের জন্য পাগল ছিলেন। এই সিনেমায় আমি তেমন বুবু বলতেই পাগল। সিনেমায় মাহিয়া মাহি আপু আমার বড় বোনের ভূমিকায় আছেন। গল্পে প্রতিবাদী এক ভাইয়ের ভূমিকায় দেখা যাবে আমাকে।’

বিজ্ঞাপন

যে সকল সিনেমা হলে ছবিটি চলবে: রুটস্ সিনেক্লাব (সিরাজগঞ্জ), মনিহার (যশোর), মতিন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), সেনা অডিটোরিয়াম (সাভার), ছায়াবানী (ময়মনসিংহ), চন্দ্রিমা (শ্রীপুর), শঙ্খ (খুলনা), চাঁদ মহল (কাঁচপুর), নন্দিতা (সিলেট), চিত্রা মহল (ঢাকা), শ্যামলী (ঢাকা), আনন্দ (ঢাকা), বিজিবি (ঢাকা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), গীত (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), তাজ (নওগাঁ), অভিরুচি (বরিশাল), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), মোহনসিং (হবিগঞ্জ)।

সারাবাংলা/এজেডএস

বুবুজান মাহিয়া মাহি শান্ত খান

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর