Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩ ০৩:৩৭ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ০৪:১৭

ভারত বিশ্বকাপের ভরাডুবি ভুলে নতুন শুরু দিকে তাকিয়ে বাংলাদেশ। আর রঙিন পোশাকে নতুন শুরুতেই নিউজিল্যান্ড সফর বাংলাদেশের। যেখানে নেই অভিজ্ঞ সেনানী সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাসকিন আহমেদ। তবে তরুণে ভর করা বাংলাদেশ নাজমুল হাসান শান্তর নেতৃত্বে নতুন শুরুর আশা করছে। সেই লক্ষ্যে ডানেডিনে রোববার (১৭ ডিসেম্বর) মাঠে নামছে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।

ভারত বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারা বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরে এসে বেশ পরিবর্তন। দলে ফিরেছেন সৌম্য সরকার এবং আফিফ হোসেন ধ্রুব। আর চোটের কারণে সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাসকিন আহমেদও ছিটকে পড়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে পরিবর্তন আছে নিউজিল্যান্ডের স্কোয়াডেও। বিশ্বকাপের দল আর বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে এসেছে ১১টি পরিবর্তন।

সারাবাংলা/এসএস

টস নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ

বিজ্ঞাপন

ঢাকার বাতাসের মানে অবনতি
১২ জুলাই ২০২৫ ১২:৩৮

আরো

সম্পর্কিত খবর