Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকর্ডের রাতে নাসেরকে চ্যাম্পিয়ন্স লিগে জেতালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:০৯ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৪

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে আল নাসের আতিথ্য দেয় আল ফায়হাকে। প্রায় গোটা ম্যাচজুড়ে আল নাসেরকে আটকে রাখলেও শেষ পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদোকে আটকাতে পারেনি তারা। ম্যাচের ৮১তম মিনিটে দুর্দান্ত এক গোল করে আল নাসেরকে এগিয়ে নেন রোনালদো। আর তাতেই নিশ্চিত হয়ে যায় আল নাসেরের ১-০ গোলের জয়।

এদিন প্রোফেশনাল ক্যারিয়ারে ক্লাব ফুটবলে নিজের ১০০০তম ম্যাচ খেলতে নামেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর এই রাতেই গোল করে দলকে জয়ও এনে দিলেন রোনালদো। গত ডিসেম্বরে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১২০০তম ম্যাচ খেলার মাইলফলকও গোল করে রাঙিয়েছিলেন রোনালদো। ক্লাব ক্যারিয়ারে সর্বোচ্চ ৪৩৮ ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। এরপর ৩৪৬টি ম্যানচেস্টার ইউনাইটেড, ১৩৪টি জুভেন্টাস, স্পোর্টিং লিসবনের হয়ে ৩১টি আর আল নাসেরের হয়ে খেলেছেন ৫১টি ম্যাচ।

বিজ্ঞাপন

আল ফায়হার বিপক্ষে রিয়াদে খেলতে নেমে ম্যাচের প্রথমার্ধেই সহজ সুযোগ হাতছাড়া করেন রোনালদো। তবে দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়ে দলের জয়সূচক গোলটিও তিনিই করেছেন।

৮১তম মিনিটে মার্সেলো ব্রজোভিচের পায়ে বল তুলে দিয়ে ডি বক্সের ভেতরে ঢুকে পড়েন রোনালদো। ব্রজোভিচের ফ্লিক করে পাঠানো বল প্রথম স্পর্শে ডান পায়ের ভলিতে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে পাঠান ৩৯ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২০২৩ সালে বিশ্বের সর্বোচ্চ স্কোরার রোনালদোর এই বছরে প্রথম গোল এটি।

সারাবাংলা/এসএস

আল নাসের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ক্রিস্টিয়ানো রোনালদো টপ নিউজ

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর