Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রলি উল্টে খাদে পড়ে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৪ ১১:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে ট্রলি উল্টে খাদে পড়ে সুমন হাওলাদার (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বদরপুর খাদ্য গুদাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন হাওলাদার উপজেলার চানপুর ইউনিয়নের চর খাককাটা গ্রামের প্রয়াত জলিল হাওলাদারের ছেলে।

মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আলী আশরাফ জানান, ট্রাক্টর ট্রলি (স্থানীয় ভাষায় হামজা) চালিয়ে উপজেলার ধুলিয়া মধ্য চর থেকে পাতারহাট বন্দরের উদ্দেশে যাচ্ছিলেন সুমন। পথিমধ্যে বদরপুর এলাকার খাদ্য গুদাম এলাকায় পৌঁছালে রাস্তার পাশে খাদে চাকা পড়ে ট্রলি উল্টে খালে পড়ে যায়। এতে ট্রলিচালক সুমন নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান, হাসপাতালে নেওয়ার পর ট্রলিচালক সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইআ

চালক নিহত ট্রলি উল্টে নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর