Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝুঁকিপূর্ণ যানবাহন নিয়ন্ত্রণে মহাসড়কে বিআরটিএ’র অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৪ ১৫:৫৬

নরসিংদী: সড়কে অযাচিত, ঝুঁকিপূর্ণ, ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণসহ নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

বুধবার (২৬ জুন) সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটি) সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান, মোটরযান পরিদর্শক মো. রাসেল আহমেদ, নরসিংদী জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধাসহ পরিবহন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা-সিলেট, ঢাকা-নরসিংদীসহ বিভিন্ন রুটে আইন অমান্য করে চলাচলকারী পরিবহন মালিকদের অর্থদণ্ড দেওয়া হয়। সেই সাথে অযাচিত যানবাহন চলাচলে সতর্ক করা হয়। এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ।

সারাবাংলা/এমও

ঝুঁকিপূর্ণ বিআরটিএ’র অভিযান মহাসড়ক যানবাহন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর