Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমার-জেসুস-কুতিনহোদের জার্সি নম্বর প্রকাশ


২ জুন ২০১৮ ১৩:৩৫ | আপডেট: ৫ জুন ২০১৮ ১৯:৩৭

সারাবাংলা ডেস্ক ।।

১৯৫৪ সালে বিশ্বকাপের ষষ্ঠ আসর থেকে নিয়মিত চলে আসছে বিশ্বকাপের জার্সিতে জার্সি নম্বর ব্যবহার প্রথা। আসন্ন রাশিয়া বিশ্বকাপে নিজেদের খেলোয়াড়দের জার্সি নম্বর ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের অফিসিয়াল জার্সি নম্বর প্রকাশ করে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল।

ঐতিহ্যগতভাবে হলুদ জার্সি পরে মাঠ কাঁপিয়েছে ব্রাজিলিয়ান ফুটবলাররা। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল ১৯৭০ সালে নিজেদের বিশ্বকাপ দলের আদলে তৈরি করেছে এবারের জার্সি। ৪৮ বছর আগের সেই সফলতার স্মৃতি মনে করিয়ে ভক্তদের আবেগতাড়িত করা এবং দলটিকে অনুপ্রেরণা যোগানো এই জার্সি তৈরির লক্ষ্য। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ফেডারেশনের লোগোর উপরে রয়েছে পাঁচটি তারকা চিহ্ন।

তবে, নেইমার-জেসুস-কুতিনহো-ফিরমিনোদের জার্সির রঙে এবার কিছুটা পরিবর্তন এসেছে। হালকার পরিবর্তে নেইমার-কুতিনহোদের জার্সিটি হয়েছে গাঢ় হলুদ। রয়েছে হালকা দাগ টানা, তবে নেই কলার।

ব্রাজিলের এবারের জার্সির নাম দেয়া হয়েছে ‘মিডওয়েস্ট গোল্ড’। ১৯৮০ সালের দলকে সম্মান জানাতে এ নাম বেছে নিয়েছে কর্তৃপক্ষ। প্রায় এ রকমই জার্সি পরে ওই আসরে মাঠ মাতিয়েছিলেন কিংবদন্তি সক্রেটিস।

বিশ্বকাপের আগে ৩ জুন লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ক্রোয়েশিয়া এবং ১০ জুন ভিয়েনায় আর্নস্ট-হ্যাপেল স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ১১ জুন রাশিয়া রওয়ানা হবে নেইমার-সিলভারা। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। সুইজারল্যান্ড ছাড়াও ‘ই’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া। ২২ জুন কোস্টারিকা ও ২৮ জুন সার্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

ব্রাজিলের বিশ্বকাপ দল ও জার্সি নম্বর:
গোলকিপার: আলিসন (১), এডারসন (২৩), কেসিও (১৬)।
ডিফেন্ডার: দানিলো (১৪), ফাগনার (২২), মার্সেলো (১২), ফিলিপে লুইস (৬), থিয়াগো সিলভা (২), মার্কুইনহস (১৩), মিরান্ডা (৩), পেদ্রো জেরোমেল (৪)।
মিডফিল্ডার: কাসেমিরো (৫), ফার্নান্দিনহো (১৭), পাউলিনিহো (১৫), ফ্রেড (১৮), রেনাতো আগুস্তো (৮), ফিলিপে কুতিনিহো (১১), উইলিয়ান (১৯), ডগলাস কস্তা (৭)।
ফরোয়ার্ড: নেইমার (১০), তাইসন (২১), গ্যাব্রিয়েল জেসুস (৯), রবার্তো ফিরমিনো (২০)।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর