Friday 27 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ১১:২৩ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৩:০৬

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশা ও ডাম্পার গাড়ির (মিনিট্রাক) সংঘর্ষে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের হাজী বাজার বটগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) দুর্জয় বিশ্বাস এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পেকুয়ার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার মৃত সৈয়দুল আলমের ছেলে মনিরুল মন্নান (২২), চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্য মার্দাশা এলাকার মুন্সি মিয়ার ছেলে মো. ফিরোজ (৪৯), পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা এলাকার বজল আহমদের ছেলে মো. আব্দুর রহমান (৩৫), কুমিল্লা লাকসাম উপজেলার ফকির বাড়ি এলাকার শহীদ মিয়ার স্ত্রী শাহীন আক্তার (২৯) ও তার ছয় মাস বয়সী এক শিশু। তবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে দুর্জয় বিশ্বাস বলেন, সকালে পেকুয়া থেকে চট্টগ্রামমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে আঞ্চলিক মহাসড়কের হাজিবাজার স্টেশনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চার জন নিহত এবং দুইজন আহত হন। স্থানীয়রা আহদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আহত শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। সেখানে ওই শিশুটির মৃত্যু হয়।

নিহতদের সবার মরদেহ পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ডাম্পার গাড়ি আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/ইআ

কক্সবাজার সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

কলেজের গেইট আছে, রাস্তা নাই
২৭ ডিসেম্বর ২০২৪ ২৩:১৭

আরো

সম্পর্কিত খবর