Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরেকজনকে বিয়ে
‘তালাকপ্রাপ্ত স্বামী’র ছুরিকাঘাতে স্ত্রী খুন

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ২৩:২০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৪:৩২

ছুরিকাঘাত। প্রতীকী

ঢাকা: রাজধানীর হাজারীবাগ ঝাউচর এলাকায় ছুরিকাঘাতে জুলেখা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। স্বজনদের অভিযোগ, ওই নারীর তালাকপ্রাপ্ত স্বামী নজরুল ইসলাম হত্যার সঙ্গে জড়িত।

সোমবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে স্বজনরা রক্তাক্ত অবস্থায় জুলেখাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জুলেখার ভগ্নিপতি শহিদুল মোল্লা জানান, জুলেখার বাড়ি বাগেরহাট জেলার মোল্লার হাট উপজেলায়। বর্তমানে হাজারীবাগ ঝাউচড় এলাকায় থাকতো। তিনি মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। তার ঘরে দুই সন্তান আছে। তিন মাস আগে স্বামী নজরুল ইসলামকে তালাক দেন তিনি। এর পর গত ১৫ দিন আগে কবির নামে আরেক ব্যক্তিকে বিয়ে করেন তিনি। নতুন বিয়ের পর থেকে আগের স্বামী নজরুল জুলেখাকে হত্যার হুমকি দিয়ে আসছিল।

স্বজনদের ধারণা, নজরুলসহ তার লোকজন হাজারীবাগ ঝাউচার এলাকার প্রধান সড়কে জুলেখাকে একা পেয়ে ছুরিকাঘাত করে। জানতে পেরে তাকে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যায়। তবে ঘটনার পর পরই এলাকাবাসী একজনকে আটক করেছে।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাজারীবাগ এলাকা থেকে ওই নারীকে মুমূর্ষ অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, রাস্তায় তালাকপ্রাপ্ত স্বামী ছুরিকাঘাত করেছিল। তার বাম পাজরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ছুরিকাঘাত টপ নিউজ তালাকপ্রাপ্ত স্বামী স্ত্রী খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর