Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালের ‘লেজার শো’-তে জুলাই আন্দোলন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০২

লেজার শো’তে বিপিএল ট্রফি

টানা দ্বিতীয় বিপিএল শিরোপা জেতা থেকে তখন মাত্র আর এক রান দূরে ফরচুন বরিশাল।  চিটাগং কিংসের হুসাইন তালাতের বাউন্সারটা হাত থেকে বেরিয়ে আসার আগেই নন স্ট্রাইক থেকে ছুট লাগালেন রিশাদ হোসেন। বাউন্সারে ব্যাটে চালিয়েও নাগাল পেলেন না তানভীর ইসলাম। ততক্ষণে স্ট্রাইকিং এন্ডে চলেই এসেছেন রিশাদ, ওদিকে লেগ আম্পায়ার দিলেন ওয়াইড বলের সংকেত। ! স্টাম্প ভেঙে দিলেও হয়নি রান আউট।

ব্যস! টানা দ্বিতীয় শিরোপা জেতার আনন্দে ছুট লাগালেন দুজন ডাগ আউটের দিকে। তবে বাধা পড়লেন বিপরীত দিক থেকে ছুটে আসা ফরচুন বরিশালের সব ক্রিকেটার, মালিক, সাপোর্ট স্টাফদের আলিঙ্গনে।

বিজ্ঞাপন

চিটাগংয়ের দেয়া ১৯৫ রানের লক্ষ্য তিন উইকেট হাতে রেখে টপকে গিয়ে টানা দুইবার বিপিএল জেতার আনন্দ তো এমনই হওয়ার কথা। ততক্ষণে বরিশালের উল্লাস খানিকটা মিইয়ে এসেছে, তবে ফাইনাল দেখতে আসা দর্শকরা ঠিকই জাগিয়ে রেখেছিলেন হোম অফ ক্রিকেটকে। তাদের আরও খানিকটা আনন্দ দিতেই পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হলো লেজার লাইট শো।

শহিদ মীর মুগ্ধর প্রতিকৃতি

প্রথমেই বন্ধ করে দেয়া হয় মাঠের সব ফ্লাড লাইট। লেজার রশ্মির ছোঁয়ায় যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘তারুণ্যের উৎসব’ থেকে শুরু করে জায়গা পেয়েছে জুলাই আন্দোলন। লাউড মিউজিকের সাথে লেজার লাইটের কারুকার্যে ফুটে উঠেছে জুলাই আন্দোলনে প্রাণ হারানো আবু সাঈদ-মীর মুগ্ধদের প্রতিকৃতি। বিপিএলের লোগো, ইংরেজি হরফে লেখা বাংলাদেশ এবং বিপিএলের ট্রফিও দেখা গেছে লেজারের কারসাজিতে।

সারাবাংলা/জেটি

চিটাগং কিংস জুলাই আন্দোলন ফরচুন বরিশাল ফাইনাল বিপিএল ২০২৫ বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন লেজার শো