Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের মাঠে কবে অভিষেক হামজার?

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ১৬:৩৭

হামজা চৌধুরী

অপেক্ষা ফুরাচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। আর হাতের কড়েতে গোনা কয়টা দিন, জাতীয় দলের সাথে যোগ দিতে বাংলাদেশে আসছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে আগামী ২৫ মার্চের ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে তার। কিন্তু দেশের মাঠে খেলতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এই মিডফিল্ডারকে।

দেশের মাঠে তার অভিষেক হতে পারে আগামী ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচটা বাফুফে আয়োজন করতে চায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।

বিজ্ঞাপন

কম্পিটিশন কমিটির সভা শেষে তিনি বলেন, ‘১০ জুন হামজা বাংলাদেশের মাটিতে প্রথম খেলবে। অসংখ্য ফুটবলপ্রেমী স্টেডিয়ামে এসে ম্যাচটি দেখতে চাইবে। জাতীয় স্টেডিয়ামের ধারণক্ষমতা বেশি। এটি দেশের প্রধান ফুটবল ভেন্যুও। আমরা চাই ঢাকায় হামজার প্রথম ম্যাচ জাতীয় স্টেডিয়ামে হোক। এর মধ্য দিয়ে জাতীয় স্টেডিয়ামে দীর্ঘদিন পর ফুটবল ফিরবে। তাই বড় ম্যাচ দিয়েই হোক সেই ফেরা।’

আগামী ১৭ মার্চ লন্ডন থেকে প্রথমে হবিগঞ্জের বাহুবলে নিজ পৈতৃক ভিটায় যাবেন হামজা। একদিন সেখানে কাটিয়ে পরদিন যোগ দেবেন ঢাকায় টিম হোটেলে। ২০ মার্চ দলের সাথে রও্না হবেন ভারতের উদ্দেশ্যে এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে। আগামী ২৬ মার্চ শিলংয়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সারাবাংলা/জেটি

বাফুফে বাংলাদেশ ফুটবল দল হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর