খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ১
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ০২:৫৫ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১০:২৮
১৬ মার্চ ২০২৫ ০২:৫৫ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১০:২৮
খুলনা: খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শেখ শাহিনুল হক শাহীন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) রাত ১২টার দিকে নগরীর বাগমার মারকাজুল উলুম মাদরাসার পেছনে এ ঘটনা ঘটে। নিহত যুবক দৌলতপুর কাত্তিককুল এলাকার আ. রশিদের ছেলে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্বৃত্তরা শাহীনের কান বরাবর একটি গুলি করে। গুলিটি তার মাথা ভেদ করে বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
নিহত শাহীন নগরীর দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি বলেও জানান তিনি।
সারাবাংলা/পিটিএম