Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় এক পশলা বৃষ্টি, স্বস্তি জনজীবনে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১৩:৩৫ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৬:৩০

Rain

ঢাকা: একদিকে বৃষ্টি আরেকদিকে তাপপ্রবাহ। আবহাওয়ার এই পরিস্থিতি গত দুই মাস ধরে চলছে। রোদের প্রখরতায় জনজীবন এক রকম অস্বস্তিতে চলছিলো। যা বুধবারের (১৬ এপ্রিল) বিকেল ও সন্ধ্যার বৃষ্টি অনেকটা স্বস্তি এনে দিয়েছে। বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরেও। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় অনেকটা বিপাকেও পড়েছিলেন পথচারীরা। যানবাহন সংকটের ভোগান্তি পোহাতে হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের।

এদিন সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা ছিলো। বারোটার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি সেই সঙ্গে বিদ্যুৎ চমকানো। আবহাওয়া অধিদফতর জানিয়েছে এই বৃষ্টিপাত থাকতে পারে রোববার (২০ এপ্রিল) পর্যন্ত। এদিকে বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও মাঝারি ধরণ থেকে ভারি বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন পথচারীরা। হঠাৎ বৃষ্টির কারণে গন্তব্য পৌঁছাতে ভোগান্তিতে পড়েন অনেকেই। বৃষ্টিতে মিলছেনা যানবাহন। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। পরীক্ষা শেষ হওয়ার পর প্রচন্ড বৃষ্টি থাকায় যানবাহন পাচ্ছিলেন না অনেক অভিভাবক। রাজধানীর কামরুন্নেছা বালিকা বিদ্যালয়ের সামনে ছিলো প্রচন্ড ভিড়। আশেপাশের দোকান, শপিং মলে আশ্রয় নিয়েছেন তারা।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই পরিস্থিতি থাকতে পারে শুক্রবারও (১৮ এপ্রিল)। এদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও মাঝারি ধরণ থেকে ভারি বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (১৯ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও মাঝারি ধরণ থেকে ভারি বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

রোববার (২০ এপ্রিল) বৃষ্টি হতে পারে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায়। ওইদিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এদিন থেকে তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন পাঁচদিন শেষে বৃষ্টিপাতের প্রবনতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

সারাবাংলা/জেআর/এনজে

পূর্বাভাস বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর