Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি আনোয়ারুলের জমি-ফ্ল্যাট জব্দ, ৩০ হিসাব অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১৮:০৬ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৯:৩০

আনোয়ারুল আশরাফ খান।

ঢাকা: দুদকের মামলা চলমান থাকায় নরসিংদী-২ আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খানের দুই দশমিক ৪১ একর জমিসহ একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ৩০টি ব্যাংক হিসাবে থাকা পৌনে চার কোটি টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এ আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রেজাউল করিম।

বিজ্ঞাপন

জানা গেছে, সাবেক এমপি আনোয়ারুলের ঢাকা ও নরসিংদীর বিভিন্ন জায়গায় দুই দশমিক ৪১ একর জমি ও গুলশানে একটি ফ্ল্যাট রয়েছে। যার মূল্য চার কোটি ২৩ লাখ ৬১ হাজার ৭২০ টাকা। এ ছাড়া তার ৩০টি হিসাবে তিন কোটি ৭৭ লাখ ৫০ হাজার ৩০৭ টাকা রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, আনোয়ারুলের বিরুদ্ধে দুদকের মামলা চলমান রয়েছে। মামলার তদন্তকালে বর্ণিত সম্পদের তথ্য পাওয়া যায়। এসব সম্পদ অন্যত্র হস্তান্তর কিংবা রূপান্তর করার সম্ভাবনা রয়েছে। এ জন্য জব্দ ও অবরুদ্ধ করতে আদালতে আবেদন করা হয়।

সারাবাংলা/আরএম/ইআ

জমি-ফ্ল্যাট জব্দ সাবেক এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর