নালায় পড়া শিশুর খোঁজ মেলেনি ১৩ ঘণ্টায়ও, নেমেছে নৌবাহিনী
১৯ এপ্রিল ২০২৫ ১০:১২ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১১:০৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বৃষ্টির মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে তলিয়ে যাওয়া শিশুর খোঁজ ১৩ ঘণ্টায়ও মেলেনি। ছয় মাসের শিশুটির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি নালা-খালে তল্লাশি করছে নৌবাহিনীর টিমও।
শনিবার (১৯ এপ্রিল) সকালে নৌবাহিনীর ৬ সদস্যের একটি টিম ওই নালার সঙ্গে যুক্ত হিজড়া খালে তল্লাশি করছে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, গভীর রাত পর্যন্ত তাদের ডুবুরি দল নালায় তল্লাশি করেছে। ময়লা-আবর্জনায় পূর্ণ নালাটিতে ব্যাপক খুঁজেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের টিম এখনও ঘটনাস্থলে অবস্থান করছে।
তবে সকাল থেকে কাজ শুরু করেছে নৌবাহিনীর টিম। একইসঙ্গে ফায়ার সার্ভিসের ডুবুরি দলেরও আবার তল্লাশি চালানোর কথা রয়েছে।
এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর চকবাজারে কাপাসগোলা ব্রিজের কাছে বৃষ্টির মধ্যে চলন্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রাতে ওই শিশুকে নিয়ে তার মা ও নানী অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। তখন রিকশাটি পাশের নালায় পড়ে যায়। শিশুটিকে তার মা ধরে রাখলেও নালায় স্রোতের কারণে হাতছাড়া হয়ে তলিয়ে যায়।
মা ও নানী উদ্ধার হলেও শিশুটিকে পাওয়া যায়নি।
নালায় পড়ে শিশু নিখোঁজের খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিরি গভীর রাত পর্যন্ত তল্লাশি কার্যক্রম তদারক করেন।
উল্লেখ্য, গত চার বছরে চট্টগ্রামে বৃষ্টিপাতের মধ্যে নালা-খালে পড়ে অন্ত:ত সাতজনের প্রাণহানি হয়েছে।
সারাবাংলা/আরডি/এনজে