Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাইম এশিয়ার শিক্ষার্থীকে হত্যা, ৮ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৪:২০ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৫:৫৯

ছুরিকাঘাতে নিহত প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির আট শিক্ষার্থীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) দুপুরে বনানী থানার উপ-পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন মামলার বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিষয়টি তদন্ত চলছে।

এর আগে, শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন।

জানা গেছে, জাহিদুল প্রাইম এশিয়ার গলিতে চা সিঙ্গারা খাওয়ার জন্য গিয়েছিলেন। ওই সময় সেখানে তিন জন মেয়ে শিক্ষার্থীকে ইভটিজিং করা হয়েছে বলে দাবি করে তারা তাদের বন্ধুদের ফোন করনে। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়পক্ষকে নিয়ে মীমাংসাও করে দেয়। কিন্তু মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারী হাজারীপাড়া এলাকার কিছু ছেলেদের নিয়ে আসেন এবং জাহিদুলের ওপর হামলা চালান। এ সময় জাহিদুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

সারাবাংলা/এমএইচ/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর