Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কার্ভস, লাইট ও ইন্টারস্টেলার
কীভাবে ২০২৫ সালের সবচেয়ে স্টাইলিশ স্মার্টফোন হয়ে উঠল টেকনোর পোভা ফাইভ-জি সিরিজ

বিজ্ঞাপন
২৭ অক্টোবর ২০২৫ ২০:১১ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ২৩:৩৯

টেকনোর পোভা ফাইভজি সিরিজ

এখনকার বিশ্বে বেশিরভাগ স্মার্টফোন দেখতে একইরকম। বাজারে কত স্মার্টফোন; কিন্তু সব যেন দেখতে ও ব্যবহার করতে একইরকম মনে হয়। কিন্তু এই ধারণা থেকে বের হয়ে আসতে টেকনো নিয়ে এসেছে পোভা ফাইভজি সিরিজ, যেখানে ফিচার ও আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি প্রযুক্তির প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি শুধু স্পেকস বা স্পিডের বিষয় নয়; এটি ভাবনা, নিজস্বতা ও নতুন ডিজাইনের মাধ্যমে ইন্ডাস্ট্রির বর্তমান একঘেয়ে ও গতানুগতিক স্মার্টফোনের ধারায় নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

এমনকি অ্যাপেল ও স্যামসাংয়ের মতো বড় ব্র্যান্ডগুলো যখন পরিচিত ডিজাইন থেকে বের হতে পারছে না, এমন পরিস্থিতির বিপরীতে টেকনো এক ভিন্ন পথ বেছে নিয়েছে; যা ক্রিয়েটিভিটির উদাহরণ। ব্যবহারকারীদের কাছে প্রতিশ্রুতি্র প্রমাণ হিসেবে এই উদ্যোগ নিয়েছে স্মার্টফোন ব্র্যান্ডটি। এই ব্র্যান্ডের পোভা ৭ প্রো ফাইভজি, পোভা স্লিম ফাইভজি ও পোভা কার্ভ ফাইভজি প্রতিটি ডিভাইসেরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, একইসাথে যা আগামীর উপযোগী ব্যবহারের সাথে সর্বাধুনিক ইঞ্জিনিয়ারিংকে একত্রে এনেছে।

পোভা ৭ প্রো ফাইভজিতে আছে চোখধাঁধানো ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন ও মিনি-এলইডি স্ট্যাটাস লাইট।

পোভা ৭ প্রো ফাইভজিতে চোখ ধাঁধাঁনো ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন ও মিনি-এলইডি স্ট্যাটাস লাইট নিয়ে আসা হয়েছে, যা নোটিফিকেশন ও গেমিংয়ের প্রতিটি মুহূর্তকে ফুটিয়ে তোলে। এটি শুধু ফোন নয়, একটি স্টেটমেন্ট। যাদের হাতে এই ফোন থাকবে তারা নিশ্চিতভাবে অন্যদের থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করবে। বেটার পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ডায়মেনসিটি ৭৩০০ আলটিমেট ফাইভজি প্রসেসর, হাইপার গেমিং ইঞ্জিন, কর্নিং গরিলা গ্লাস ৭আই দিয়ে সুরক্ষিত ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসা হয়েছে।

পাশাপাশি এই ফোনে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট ফ্ল্যাশ চার্জিং, ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এমনকি একটি ফ্রি ওয়্যারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক নিয়ে আসা হয়েছে। ফিউচারিস্টিক ডিজাইনের পাশাপাশি, ফ্ল্যাগশিপ লেভেলের এই পোভা ৭ প্রো ফাইভজির দাম মাত্র ৩৪ হাজার ৯৯৯ টাকা।

৫.৯৫ মিলিমিটার পুরুত্বের পোভা স্লিম ফাইভজি বিশ্বের সবচেয়ে পাতলা থ্রিডি-কার্ভড ফাইভজি ফোন।

মাত্র ৫.৯৫ মিলিমিটার পুরুত্বের পোভা স্লিম ফাইভজি বিশ্বের সবচেয়ে পাতলা থ্রিডি-কার্ভড ফাইভজি ফোন। ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস এই ডিভাইসটিতে মুড লাইট ফিচার ব্যবহার করা হয়েছে, যা গতির সাথে সাথে পরিবর্তিত হয়ে ফোনটিকে একটি অনন্য রূপ দেয়। ফলে, প্রযুক্তিপ্রেমীরা এই ফোন ব্যবহার করার সময় দুর্দান্ত অনুভূতি পাবেন। অ্যারোস্পেস-গ্রেড উপাদান ও ফাইবারগ্লাস ব্যাক কভার দিয়ে তৈরি চমৎকার ও টেকসই এই ডিভাইসটি মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স টেস্টেও উত্তীর্ণ হয়েছে।

দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিতে এতে ডায়মেনসিটি ৬৪০০ ফাইভজি+ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

স্লিম ফাইভজিতে দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিতে ডায়মেনসিটি ৬৪০০ ফাইভজি+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটিকে আরও শক্তিশালী করে তোলে এর ৬.৭৮ ইঞ্চি ১৪৪ হার্জ ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ৪৫ ওয়াট সুপার চার্জিং সহ ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ২৫৬ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড)। লাক্সারি ও ব্যবহারোপযোগী এই ডিভাইসটির দাম মাত্র ২৯ হাজার ৯৯৯ টাকা।

পোভা কার্ভ ফাইভজি স্টাইল ও পারফরম্যান্সের অসাধারণ সমন্বয়।

পোভা কার্ভ ফাইভজি স্টাইল ও পারফরম্যান্সের অসাধারণ সমন্বয়। এর থ্রিডি-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের মাধ্যমে দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করে; এর ডায়মেনসিটি ৭৩০০ ফাইভজি প্রসেসর ও হাইপার গেমিং ইঞ্জিন স্মুথ গেমপ্লে নিশ্চিত করে, যা পাবজির ক্ষেত্রেও ৯০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) পর্যন্ত সাপোর্ট করে।

এর ৪৫ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সহ ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ডলবি অ্যাটমোস ডুয়েল স্পিকার, এইচআইওএস ১৫ স্পেশাল ওএস এবং টেকনোর এআই ফিচার প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করে। সক্ষমতা ও পারফরম্যান্সের অনন্য সমন্বয় এই ডিভাইসটির দাম মাত্র ৩২ হাজার ৯৯৯ টাকা।

এই তিনটি ফোনেই আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, এনএফসি, আইআর রিমোট কন্ট্রোল ও ডলবি অ্যাটমোস সাউন্ড রয়েছে। যা এগুলোকে কেবল স্টাইলিশই নয়, অত্যন্ত কার্যকরীও করে তোলে। হাইওএস ১৫-এর নিউমোরফিক ডিজাইন ফোনটির ফিউচারিস্টিক হার্ডওয়ারের সাথে মিলে যায়।

ডিভাইসগুলোতে আরও বুদ্ধিমত্তা যোগ করে টেকনো এআই; এতে আছে আস্ক এলা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এআই রাইটিং, এআই ফুল-লিঙ্ক কল অ্যাসিসট্যান্ট এবং এআই ট্রান্সলেটর, যা ব্যবহারকারীদের কাজকে আরও সহজ করে তোলে।

পোভা ফাইভজি সিরিজ কেবল একটি স্মার্টফোন নয়, এটি ডিজাইনে একটি অসাধারণ উদ্ভাবন। প্রিমিয়াম উপকরণ, অনবদ্য লাইটিং ও সর্বাধুনিক ফাইভজি ফিচারসহ টেকনো এমন ডিভাইস নিয়ে এসেছে, যা একইসঙ্গে ফিউচারিস্টিক ও সহজলভ্য।

২০২৫ সালে টেকনো শুধু নতুন ফোন বাজারে আনেনি বরং নতুন স্মার্টফোন কেমন হতে পারে, তাও দেখিয়েছে। স্টাইল, কার্যকারিতা ও নিজস্বতা সব একসাথে হাতের মুঠোয় থাকতে পারে; এটাই প্রমাণ করছে এই স্মার্টফোনগুলো।

বিজ্ঞাপন

শাপলা কলিতেই সম্মত এনসিপি
২ নভেম্বর ২০২৫ ১৬:৪২

নিবন্ধন ফিরে পেল জাগপা
২ নভেম্বর ২০২৫ ১৬:৩৭

আরো