বিজ্ঞাপন

গৃহসজ্জা শিল্পপণ্যের আর্ন্তজাতিক প্রদর্শনী শুরু বৃহস্পতিবার

November 22, 2022 | 8:58 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিশ্বের সর্বাধুনিক নির্মাণ অবকাঠামো এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য তুলে ধরতে রাজধানীতে আগামীকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তিনদিনের আন্তর্জাতিক প্রদর্শনী। ‘ষষ্ঠ বাংলাদেশ বিল্ডকন, উড এবং ইলেক্ট্রিক্যাল ইন্টারন্যাশনাল এক্সপো ২০২২’র উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনদিনের এই প্রদর্শনী শেষ হবে আগামী ২৬ নভেম্বর।

বিজ্ঞাপন

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ৬ষ্ঠবারের মতো ‘বাংলাদেশ বিল্ডকন-২০২২’র আয়োজন করেছে আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড। মঙ্গলবার (২২ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। এতে উপস্থিত ছিলেন আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দ গোপাল কে এবং ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূইঁয়া, বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট খন্দকার রুহুল আমীন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘মূল এক্সপো’তে ‘বাংলাদেশ উড- ২০২২’, ‘বাংলাদেশ বিল্ডকন-২০২২’ এবং ইলেক্ট্রিক্যাল এক্সপো-২০২২- এই তিনটি বিভাগে প্রদর্শনীটি চলবে। এতে বাংলাদেশসহ মোট ১০টি দেশের প্রায় ২০০টি প্রতিষ্ঠানের প্রায় দুই হাজারেরও বেশি পণ্য স্থান পাবে। যেখানে নির্মাণ শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট, মেশিনারি এবং প্রযুক্তি তুলে ধরা হবে। এছাড়া, কাঠ ও আসবাবপত্র শিল্প নিয়ে অন্য প্রদর্শনীতে এ সংশ্লিষ্ট মেশিনারি, হার্ডওয়্যার অ্যান্ড টুলস, ফিটিং অ্যান্ড ফিক্সচার, লেমিনেট, বোর্ড, কোটিং ও অ্যাব্রেসিভ অ্যান্ড অ্যাঢেসিভসহ অন্যান্য পণ্য প্রদর্শিত হবে।’

সম্মেলনে আরও বলা হয়, ‘বাংলাদেশের নির্মাণ এবং আসবাব শিল্পকে আরও আধুনিক করা এবং এর উৎপাদন বৃদ্ধি ও মানোন্নয়নে সক্ষম করতে এই আয়োজন। একইসঙ্গে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিকে আমাদের স্থানীয় শিল্পের দোরগোড়ায় পৌঁছে দিতে এ প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশ অংশগ্রহণ করছে। ‘বাংলাদেশ উড- ২০২২’এ অ্যাসেম্বিং সলুশন্স, ব্রাশ অ্যান্ড রোলারস, অ্যাকসেসরিজ, ক্যারিব্রেটিং অ্যান্ড সেন্ডিং মেশিন, এক্সটেরিয়র ক্ল্যাডিং, কাউন্টারটপ কমপ্যাক্ট, সেন্ডউইচ কমপ্যাক্ট, ল্যাবরেটরি গ্রেড, রেস্টরুম কিউবিকলস ডেকরেডিভ প্যানেলস, প্রি-ল্যামিনেটেড বোর্ডস, ডিজাইন ল্যামিনেটেড শিটস, ডোর ফিটিংস, ডোর স্কিন, ফাসেনারস, ফারনিচার ফিটিংস, হাই-প্রেসার লেমিনেটস, লেগস, লক, টেবল ইক্যুইপমেন্টস, ওয়্যারড্রোব অ্যাকসেসরিজ, কানেকটরস, প্রোফাইল, কিচেন অ্যাকসেসরিজ, প্লাইউড, টিম্বার ও রেসিনস ইত্যাদিসহ এ শিল্প সংশ্লিষ্ট প্রয়োজনীয় সব উপকরণ তুলে ধরা হবে।

বিজ্ঞাপন

‘বাংলাদেশ বিল্ডকন-২০২২’ প্রদর্শনীতে এসিপি, আর্কিটেকচারাল গ্লাস, অ্যাসফল্ট মিক্স প্ল্যান্টস, বিল্ডিং ম্যাটেরিয়ালস, বাথরুম ফিটিংস অ্যান্ড অ্যাকসেসরিজ, সিভিল ইঞ্জিনিয়ারিং টেস্টিং ইন্সট্রুমেন্টস, কোল মাইনিং রক বোল্টস, কম্পেকশন মেশিন, কংক্রিট অ্যান্ড বিটুমিন টেস্টিং ইক্যুইপমেন্টস, টাই অ্যান্ড কল রডস, ওয়েজ এয়েল্ডিং টেকনোলজিসহ এ খাত সংশ্লিষ্ট প্রয়োজনীয় অ্যাকসেসরিজ দেখতে পাবেন মেলায় আগতরা। ইলেক্ট্রিক্যাল এক্সপো-২০২২’তে দর্শনার্থীরা দেখতে পাবেন নির্মাণ শিল্প ও গৃহসজ্জার জন্য বৈদ্যুতিক নানা সরঞ্জামের উপস্থাপন।

আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের এমডি টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘আমরা করোনা মহামারি এবং প্রতিক্রিয়ার কারণে একটি ব্যবধানের পরে ব্যবসায় ফিরে আসতে পেরে খুশি।’

বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন’র প্রেসিডেন্ট খন্দকার রুহুল আমিন সিআইপি বলেন, ‘দীর্ঘ ব্যবধানের পর আমাদের সদস্যরা একটি ইভেন্টে অংশগ্রহণ করছে। আমরা গ্রাহকদের কাছ থেকে সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছি।’

বিজ্ঞাপন

‘ষষ্ঠ বাংলাদেশ বিল্ডকন, উড এবং ইলেক্ট্রিক্যাল ইন্টারন্যাশনাল এক্সপো ২০২২’ প্রতিদিন সকাল ১১ থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সারাবাংলা/জিএস/এনএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন