বিজ্ঞাপন

শিক্ষা অধিদফতরের কর্মকর্তাসহ স্ত্রীর কারাদণ্ড

December 21, 2022 | 10:46 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষা অধিদফতরের উচ্চমান সহকারী জাকির হোসেন মল্লিককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী শাহনাজ হোসেনকে পৃথক দুই ধারায় চার বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। দুর্নীতির এক মামলায় তাদের এই কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

বুধবার (২১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন। দুদকের আইনজীবী আসাদুজ্জামান রানা কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাকির হোসেনকে কারাদণ্ড পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শাহনাজকে এক ধারায় এক বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড। আরেক ধারায় তিন বছর কারাদণ্ড, ১৫ লাখ ২৮ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও ৬ মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। দুই ধারার সাজা একত্রে চলবে। এক্ষেত্রে তার সর্বোচ্চ সাজা তিন বছর কারাভোগ করতে হবে।

জানা যায়, জাকির হোসেনের সহায়তায় স্ত্রী শাহনাজ হোসেন ১৫ লাখ ৭৮ হাজার ৬০০ টাকার মূল্যের জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করেন এবং দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৬ লাখ ৪২ হাজার ৩৫৪ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন।

বিজ্ঞাপন

২০১৭ সালের ১৮ অক্টোবর দুদকের সহকারি পরিচালক আ. গালাম আলী মোল্লা রমনা মডেল থানায় মামলা দায়ের করেন।

সারাবাংলা/এআই/এনএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন