বিজ্ঞাপন

হকি ক্যাম্পে করোনার হানা

January 12, 2021 | 7:40 pm

স্পোর্টস ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্যাম্পে ডাক পাওয়া তরুণ এক হকি খেলোয়াড়। দেবাশীষ কুমার রায় নামের নবীন এই ফরোয়ার্ড এই প্রথম জাতীয় পর্যায়ের ক্যাম্পে ডাক পেয়েছিলেন। ফেডারেশনে তত্বাবধানে কুর্মিটোলায় বিমানবাহিনীর আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে তাকে।

বিজ্ঞাপন

ঢাকায় প্রথমবারে মতো বসতে যাচ্ছে ছয় জাতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। আগামী ১১ মার্চ থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলার কথা সেই মাসের ১৯ তারিখ পর্যন্ত। টুর্নামেন্টকে সামনে রেখে ৩২ খেলোয়াড়কে ক্যাম্পে ডেকেছে বাংলাদেশ হকি ফেডারেশন। পারিবারিক কারণে গোলরক্ষক আবু সাঈদ নিপ্পন ছাড়া বাকি সবাই যোগ দিয়েছেন ক্যাম্পে। এর মধ্যেই ক্যাম্পে যোগ দেওয়া দেবাশীষ করোনায় আক্রান্ত হলেন।

এদিকে বাংলাদেশ হকি দলের কোচ মাহবুব হারুণ সংবাদমাধ্যমকে জানান, বিষয়টি দলের অনুশীলনকে প্রভাবিত করবে না। তিনি বলেন, ‘দেবাশীষের করোনা দলে কোনো প্রভাব ফেলবে না। তবে তার নিজের জন্য হয়তো হতাশার। এবারই প্রথম ডাক পেয়ে সে বড় আশা নিয়েই ক্যাম্পে এসেছে।’

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানান, দেবাশীষের জায়গায় অন্য কাউকে ক্যাম্পে ডাকা হবে না। সুস্থ্য হলে ক্যাম্পে যোগ দিতে পারবেন দেবাশীষ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন