বিজ্ঞাপন

দেশের ছবি নেই, ৪০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘জানবাজ’

November 21, 2019 | 1:00 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

পর্যাপ্ত সিনেমা না থাকায় দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার (২২ নভেম্বর) মুক্তি পাচ্ছে না কোনো দেশি সিনেমা। তবে মুক্তি পাচ্ছে সাফটা চুক্তির মাধ্যমে আসা ভারতীয় বাংলা সিনেমা ‘জানবাজ’।

বিজ্ঞাপন

সারাদেশে ৪০টি সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি। তথ্যটি নিশ্চিত করেছেন ছবির আমদানিকারক প্রতিষ্ঠান হার্টবিট প্রোডাকশনের কর্ণধার তাপসী ফারুক।

পশ্চিবাংলার ‘জানবাজ’ ছবিটি পরিচালনা করেছেন অনুপ সেনগুপ্ত। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন বনি ও কৌশানি। আরও থাকছেন টোটা রায়চৌধুরী, শংকর চক্রবর্তী, সুদীপ।

গত ২৫ অক্টোবর পশ্চিমবঙ্গে মুক্তি পায় ছবিটি। বাংলাদেশে ছবিটি প্রদর্শণের জন্য সেন্সর ছাড়পত্র পায় গেল ১১ নভেম্বর।

বিজ্ঞাপন

এর আগে বনি ও কৌশানিকে দর্শক কেবলমাত্র রোমান্টিক ছবিতে অভিনয় করতে দেখেছেন। এই ছবিতেও তাদের রোমান্টিক দৃশ্য থাকছে, তবে সাথে অ্যাকশন দৃশ্যও থাকছে প্রচুর।

ছবি প্রসঙ্গে মুঠোফোনে বনি সারাবাংলা ডটনেটকে বলেন, ‘জানবাজ’ ছবিটি বাবা পরিচালনা করেছেন। প্রথম বাবার পরিচালিত ছবিতে অভিনয় করেছি। এখানে (পশ্চিমবঙ্গে) ছবিটি ভালো সাড়া পেয়েছে। বাবার সাথে বাংলাদেশের আলাদা একটি সম্পর্ক রয়েছে। ছবির আমদানিকারক আমাদের পরিচিত। শুনেছি মুক্তি উপলক্ষ্যে বেশ প্রচারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ছবির প্রয়োজনে কয়লা খনিতে শুটিং করতে হয়েছে। একেবারে মৌলিক গল্পের সিনেমা। কোনো দক্ষিণী সিনেমা থেকে কাহিনী নেওয়া হয়নি।

বিজ্ঞাপন

এসময় তিনি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করে জানান, ছবির প্রচারণার জন্য বাংলাদেশে আসার ইচ্ছা থাকলেও আমদাকিারক প্রতিষ্ঠান থেকে সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সারাবাংলা/আরএসও/পিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন