বিজ্ঞাপন

বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে উখিয়ার শিশুরা

October 22, 2019 | 5:26 pm

সারাবাংলা ডেস্ক

ঢাকা: শিশুদের সরল, সুন্দর মন ও সুস্থ শরীর নিয়ে বেড়ে ওঠার জন্য বিনোদন পাওয়া তাদের অধিকার। এ জন্য প্রতিটি এলাকায় পার্ক থাকা জরুরি। কক্সবাজারের রোহিঙ্গা কাম্পের বিভিন্ন স্থানে এনজিও দ্বারা পরিচালিত ছোট ছোট কিছু পার্ক থাকলেও এই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে উখিয়ার স্থানীয় ছেলেমেয়েরা। এখানে নেই কোনো শিশুপার্ক অথবা খেলার জায়গা। সেজন্য বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে তারা।

বিজ্ঞাপন

কক্সবাজারে স্থানীয় জনগণের বিনোদনসহ সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে কমিউনিটি রেডিও নাফ। রেডিওটির সাপ্তাহিক অনুষ্ঠান ‘পালংয়ের হতা’য় উখিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন বলেন, ‘শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য শিশুপার্কের প্রয়োজন রয়েছে, যা এই এলাকার শিশুরা পাচ্ছে না।’এ বিষয়ে কর্তৃপক্ষের তৎপরতা দরকার বলে মনে করেন তিনি।

ওই অনুষ্ঠানে তিনি জানান, ‘উখিয়ার ছেলেমেয়েদের জন্য বিনোদনের ব্যবস্থা দরকার। এখানকার খেলার মাঠগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। এমনকি স্কুলে সামনে খালি মাঠেও গড়ে উঠেছে ভবন। ফলে ছেলেমেয়েরা আগের মতো খেলধুলা করতে পারছে না। শুধু ক্লাস রুমে পড়াশুনা করেই তারা সময় পার করছে। কিন্তু একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজন। এছাড়া শিশুকে সামাজিকতা শিক্ষা দেওয়ার জন্য পার্কের ভূমিকা রয়েছে। পার্ক থাকলে বন্ধু-বান্ধবের সাথে মেশার সুযোগ থাকবে।

বিজ্ঞাপন

আবুল হোসেন বলেন, ‘উখিয়া উপজেলায় যদি একটি শিশুপার্ক স্থাপন করা হয় তাহলে এই এলাকার ছেলেমেয়েদের জন্য অন্তত প্রাথমিক বিনোদন নিশ্চিত হবে। বিশেষ করে যারা পড়াশুনা করে ব্যস্ত সময় পার করে তারা যদি ছুটির দিনে পার্কে যাওয়ার সুযোগ পায় তাহলে তাদের শরীর ও মন সুস্থ থাকবে।

এ বিষয়ে উখিয়া উপজেলার একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ বদরুল আলম ‘পালংয়ের হতা’কে বলেন, ‘আমি মনে করি ছেলেমেয়েদের বেড়ে ওঠার জন্য শিশুপার্ক সহায়ক। উখিয়ার শিশুদের বিনোদনের জন্য অবশ্যই নির্দিষ্ট স্থানের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে ইউনিয়নভিত্তিক বড় খেলার মাঠের ব্যবস্থা থাকা উচিত। পাশাপাশি মেয়েদের জন্য অনুকূল পরিবেশে বিনোদনের ব্যবস্থা থাকা প্রয়োজন।’

তিনি আরও জানান, শিশুদের জন্য বিনোদনের প্রয়োজন আছে। তারা অবসর সময়ে শিশুপার্কে গিয়ে খেলাধুলা ও আনন্দ উপভোগ করতে পারে, যা তাদের মেধার বিকাশ ঘটায়। তাদের মধ্য থেকে এক ঘেয়েমি ভাব ও অনিহা দূর করে। অসৎসঙ্গ পরিত্যাগে ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

সারাবাংলা/রেডিও নাফ/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন