Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়ের পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১৫:৩৭ | আপডেট: ৩ জুলাই ২০২৫ ১৬:০১

আবহাওয়া অধিদফতর। ছবি: সংগৃহীত

ঢাকা: সন্ধ্যার মধ্যে দেশের ছয় জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে।

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

ছয় জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

সারাবাংলা/এফএন/এমপি