Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ০৮:৪৯

ঢাকা: আজ ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে দমকা হাওয়া ও বজ্রসহ ঝড়বৃষ্টির হতে পারে। রোববার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে এই ঝড়ো আবহাওয়া দেখা দিতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ছাড়াও ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট— এই ১১টি জেলায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, এই ঝড়-বৃষ্টির ধারা কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রতি আবহাওয়ার আপডেট সতর্কতার সঙ্গে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এ সময়, ঝড়ো আবহাওয়ার সময় খোলা জায়গায় না থাকতে এবং বৈদ্যুতিক তার বা গাছপালার নিচে অবস্থান না করতে অনুরোধ জানানো হয়েছে। নৌ যান চলাচলে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এমপি

আবহাওয়া অধিদফতর দমকা হাওয়া বজ্রসহ ঝড়বৃষ্টি