Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুদূষণে আবারও শীর্ষ তালিকায় ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১০:০৭ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১০:২০

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকার বায়ুমান আবারও উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। রোববার (১৩ জুলাই) সকাল ৯টা ২১ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ু মান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ১৪৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ঢাকা এদিন সপ্তম স্থানে রয়েছে। তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (১৭৮), এরপর রয়েছে চিলির সান্তিয়াগো (১৭৫), যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস (১৭৪), কঙ্গোর কিনশাসা (১৬৯), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৬৫) এবং উগান্ডার কামপালা (১৫৩)।

র‌্যাংকিং অনুযায়ী নিম্ন একিউআই মান (০-৫০): ভালো, বাতাস পরিষ্কার, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। মাঝারি একিউআই (৫১-১০০): সহনীয়, সাধারণ মানুষ ঝুঁকিতে পড়ে না। উচ্চ একিউআই (১০১+): স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, বিশেষ করে সংবেদনশীলদের জন্য। ১৫০+ থেকে: সকলের জন্যই স্বাস্থ্যহানিকর — ধুলাবালি, গ্যাস, রাসায়নিক বস্তুর কারণে।

বিজ্ঞাপন

ঢাকার একিউআই ১৪৪ হওয়ায় এটি এখন ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ স্তরে রয়েছে। মানে যারা শ্বাসকষ্ট, হাঁপানি বা হৃদরোগে ভোগেন, তারা এই অবস্থায় সমস্যায় পড়তে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই মাত্রার দূষণ শিশু, বৃদ্ধ ও শ্বাসযন্ত্রের সমস্যায় আক্রান্তদের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। এছাড়া দীর্ঘমেয়াদে এই বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে।

পরিবেশবাদীরা অভিযোগ করছেন, ধুলোবালি, যানবাহনের কালো ধোঁয়া, অপরিকল্পিত নির্মাণকাজ ও শিল্পকারখানার বর্জ্যই ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক ও পরিবেশবাদীরা।

সারাবাংলা/এফএন/এমপি

এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) পরিবেশ বায়ুদূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর