Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ০৯:১৯ | আপডেট: ২০ জুলাই ২০২৫ ১১:৪২

বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার (২০ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের প্রথমার্ধে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে, যার ফলে গরমের অনুভূতি কিছুটা কমবে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য না হলেও ‘ট্রেস’ পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সারাবাংলা/এফএন/এমপি

আবহাওয়া বজ্রবৃষ্টি বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর