Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বায়ুমান ‘সহনীয়’ পর্যায়ে

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ০৯:২৩ | আপডেট: ২০ জুলাই ২০২৫ ০৯:২৫

ছবি: সংগৃহীত

ঢাকা: আজ ঢাকার বায়ুর মান রয়েছে ‘সহনীয়’ বা মাঝারি পর্যায়ে। রোববার (২০ জুলাই) সকাল পর্যন্ত আন্তর্জাতিক বায়ু পর্যবেক্ষণ সংস্থা (আইকিউএয়ারের) তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৬২। বিশ্বের ১২৬টি প্রধান শহরের মধ্যে দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান ছিল ৩২তম।

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ৫১ থেকে ১০০ পর্যন্ত হলে তা ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়, যা সাধারণ মানুষের জন্য গ্রহণযোগ্য হলেও সংবেদনশীল গোষ্ঠীর (যেমন শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের) জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে।

এই তালিকায় আজ সবচেয়ে পরিষ্কার বাতাস পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকো শহরে, যার একিউআই স্কোর ছিল মাত্র ১৭। অপরদিকে, সর্বাধিক দূষিত বায়ুর শহর হিসেবে চিহ্নিত হয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর রাজধানী কিনসাসা, যার স্কোর ১৭০। এরপর অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা (১৫৩), পাকিস্তানের লাহোর (১৪৯), মালয়েশিয়ার কুয়ালালামপুর (১৩৫) এবং চিলির সান্তিয়াগো (১৩৪)।

বিজ্ঞাপন

একিউআই স্কোর অনুযায়ী বায়ুর মানের স্তর:

  • ০–৫০: ভালো
  • ৫১–১০০: মাঝারি (সহনীয়)
  • ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
  • ১৫১–২০০: অস্বাস্থ্যকর
  • ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর

বায়ুদূষণ থেকে রক্ষা পেতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন—

  • যারা শ্বাসকষ্টে ভোগেন বা হৃদরোগী, তারা বাইরে মাস্ক ব্যবহার করুন
  • শিশু ও প্রবীণদের দূষণের সময় বাইরে কম বের হতে উৎসাহিত করুন
  • গাছ লাগানো ও পরিচ্ছন্ন পরিবেশ গঠনের প্রতি গুরুত্ব দিন

সারাবাংলা/এফএন/এমপি

আইকিউএয়ার ঢাকার বায়ুমান সহনীয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর