Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বায়ুমানের উন্নতি, দূষণের শীর্ষে মানামা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ০৯:৪৭

ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকার বায়ুমানে সামান্য উন্নতি দেখা দিয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল ৮টা ৩৫ মিনিটে সুইস সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী রাজধানীর একিউআই (Air Quality Index) ছিল ৫০, যা সহনীয় পর্যায়ের বাতাসের সূচক। শনিবার একই সময়ে এই সূচক ছিল ৭৩।

আইকিউএয়ারের তালিকায় দূষিত শহরের মধ্যে ঢাকার অবস্থান নেমে এসেছে ৫০তম স্থানে, যেখানে গতকাল ছিল ২৫তম। বৃষ্টির কারণে ধুলিকণা কমে আসায় এই উন্নতি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে, আজকের বায়ুদূষণের শীর্ষে রয়েছে বাহরাইনের মানামা, যার একিউআই ১৭৭— অর্থাৎ ‘অস্বাস্থ্যকর’ মাত্রার বাতাস। তালিকার শীর্ষ পাঁচে রয়েছে আরও চারটি শহর: পাকিস্তানের লাহোর ও ইন্দোনেশিয়ার জাকার্তা (প্রত্যেকের AQI ১৭০), মিশরের কায়রো (১৬১) এবং কঙ্গোর কিনশাসা (১৬০)।

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ুদূষণজনিত কারণে প্রতি বছর প্রায় ৬৭ লাখ মানুষ মারা যায়। ২০২৩ সালে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, শুধুমাত্র জীবাশ্ম জ্বালানি থেকে উৎপন্ন বায়ুদূষণেই বছরে মারা যায় প্রায় ৫২ লাখ মানুষ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ইতোমধ্যে নাগরিকদের মাস্ক ব্যবহারে উৎসাহ দিচ্ছে এবং সংবেদনশীল ব্যক্তিদের বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। এছাড়া, ইটভাটা ও নির্মাণস্থলে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, রাজধানীর দূষণ কমাতে পুরনো যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা, খোলা স্থানে নির্মাণ সামগ্রী ঢেকে রাখা, এবং দিনে অন্তত দুইবার পানি ছিটানোর ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।

সারাবাংলা/এফএন/এমপি

এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) দূষণ বায়ুমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর