ঢাকা: দেশজুড়ে দিনভর ভারি বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিশ্লেষকরা। ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা-রাজশাহী সীমান্তজুড়ে অবস্থানরত মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের আটটি বিভাগের বিভিন্ন জেলায় দিনভর হালকা থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিস্তারিত পূর্বাভাস তুলে ধরেন। তিনি জানান, বিশেষ করে সীমান্তবর্তী জেলা ও পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত বেশি হতে পারে।
বিভাগভিত্তিক বৃষ্টির পূর্বাভাস:
ময়মনসিংহ বিভাগ: সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুরে ভারি থেকে অতি ভারি বৃষ্টির শঙ্কা।
চট্টগ্রাম বিভাগ: দুপুর ২টা পর্যন্ত কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়ায় ভারি বৃষ্টি। পরে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার ও বান্দরবানে মাঝারি বৃষ্টি হতে পারে।
সিলেট বিভাগ: দিনভর সিলেট ও সুনামগঞ্জে মাঝারি থেকে ভারি বৃষ্টি। বিকেলে হবিগঞ্জ ও মৌলভীবাজারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
ঢাকা বিভাগ: দুপুর ৪টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
খুলনা ও রাজশাহী বিভাগ: দুপুর ১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত খুলনা, যশোর, সাতক্ষীরা, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
রংপুর ও বরিশাল বিভাগ: দুপুর পর্যন্ত রংপুরের গাইবান্ধা, কুড়িগ্রাম, দিনাজপুর ও বরিশালের ভোলা, পটুয়াখালী, বরগুনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সমুদ্র ও উপকূলে সতর্কতা:
চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকা ও তৎসংলগ্ন সমুদ্রে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। ফলে উপকূলে মাছ ধরার ট্রলার ও ছোট বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। সংশ্লিষ্টদের প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
জনসাধারণকে পরামর্শ:
বৃষ্টির সময় বজ্রপাত থেকে নিরাপদে থাকতে উন্মুক্ত জায়গায় অবস্থান না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। নদী তীরবর্তী ও পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদেরও অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে।