ঢাকা: নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে সংশ্লিষ্ট সব অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
নির্দেশনা
নদীপথ: ছোট নৌ যান, ট্রলার ও মাছ ধরার নৌকাকে উপকূল ও নৌ পথে চলাচলের সময় সতর্ক থাকতে বলা হয়েছে।
বিদ্যুৎঝুঁকি: বজ্রপাতের আশঙ্কা থাকায় খোলা জায়গা ও উঁচু গাছপালা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে অধিদফতর।
যাতায়াত: অস্থায়ী দমকা হাওয়া শুরু হলে নদীবন্দরে নোঙর করে থাকা নৌ যানকেও সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সন্ধ্যা (২ আগস্ট) থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
- জরুরি প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকার নদীপথে ভ্রমণ এড়িয়ে চলুন।
- বজ্রপাতের সময় মোবাইল ফোনে কথা বলা ও উঁচু স্থাপনায় অবস্থান থেকে বিরত থাকুন।
এদিকে আবহাওয়া অধিদফতর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে পরবর্তী বুলেটিনে সতর্কবার্তা হালনাগাদ করবে বলে জানিয়েছে।