Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা বৃষ্টির পরও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, একিউআই স্কোর ১১৯

স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৫ ১১:১০

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: টানা বৃষ্টির পর স্বস্তি ফেরার কথা থাকলেও ঢাকাবাসীর জন্য শ্বাস নেওয়াও যেন কঠিন হয়ে উঠেছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা (আইকিউএয়ার) জানিয়েছে, রাজধানী ঢাকার বায়ুমানের একিউআই স্কোর ছিল ১১৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ অষ্টম। তালিকার শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসা (একিউআই স্কোর: ১৮৯), দ্বিতীয় স্থানে উগান্ডার কামপালা (১৬৪), আর তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট (১৬১)।

বিশেষজ্ঞরা বলছেন, একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ এর মধ্যে থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর; ১৫১ থেকে ২০০ হলে তা সাধারণ নাগরিকের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

বিজ্ঞাপন

বায়ুদূষণ নির্ণয়ে বিবেচনায় নেওয়া হয় পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান—পিএম১০, পিএম২.৫, নাইট্রোজেন ডাই–অক্সাইড (NO₂), সালফার ডাই–অক্সাইড (SO₂), ওজোন (O₃), এবং কার্বন মনো–অক্সাইড (CO)। এইসব উপাদানের মাত্রা বৃদ্ধি পেলে শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ, স্ট্রোক, এমনকি ফুসফুসের ক্যান্সারের ঝুঁকিও বাড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতিবছর গড়ে ৭০ লাখ মানুষ মারা যায়। এতে শিশু, প্রবীণ, অন্তঃসত্ত্বা নারী এবং অসুস্থ ব্যক্তিদের সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়তে হয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, দূষণের এমন অবস্থায় সবাইকে যথাসম্ভব ঘরে অবস্থান করতে হবে এবং বাইরে গেলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। বিশেষ করে যাদের আগে থেকেই শ্বাসকষ্ট, হাঁপানি বা হৃদরোগ আছে, তাদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এমপি

অস্বাস্থ্যকর আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা (আইকিউএয়ার) এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর