Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান-২’

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৫ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৪

ঝোড়ো হাওয়া। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ু আরও শক্তি সঞ্চয় করছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সক্রিয় থাকতে পারে “ঈশান-২” নামের একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, প্রচণ্ড গরমের মধ্যেই এই বৃষ্টিবলয় উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিপাত ঘটাতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এর প্রভাব সবচেয়ে বেশি হবে। তবে ঢাকাসহ সারা দেশেই আবহাওয়ার পরিবর্তন আসবে।

বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, “ঈশান-২” সক্রিয় হলে উত্তরাঞ্চলের অনেক এলাকায় স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে ভ্যাপসা গরম কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসেও একই ইঙ্গিত মিলেছে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী সপ্তাহে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হলেও দক্ষিণাঞ্চলে এর প্রভাব তুলনামূলকভাবে কম হতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ সময়ে নদী-তীরবর্তী ও পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সাবধান থাকতে হবে।