ঢাকা: বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষের দিকে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (১৬ অক্টোবর) বিকেল পর্যন্ত সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার (IQAir)–এর লাইভ র্যাংকিং অনুযায়ী, ঢাকার বায়ু মান সূচক (AQI) দাঁড়িয়েছে ১৭৩, যা ‘অস্বাস্থ্যকর’ (Unhealthy) পর্যায়ে রয়েছে।
বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে আছে কঙ্গোর কিনশাসা (AQI ২৮৯), এরপর পাকিস্তানের লাহোর (২৮৬), ভারতের দিল্লি (২৩৬)—এরপরই ঢাকার অবস্থান চতুর্থ।
ঢাকার বায়ুর অবস্থা
বায়ুমান সূচকে (AQI) ১৫১ থেকে ২০০ পর্যন্ত মানকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এই মাত্রার দূষণে বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা মানুষের জন্য ঝুঁকি বেড়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে আবহাওয়া শুষ্ক হয়ে পড়া ও বৃষ্টিপাত কমে যাওয়ায় ধুলাবালু ও নির্মাণকাজের ধোঁয়া বায়ুমণ্ডলে জমে আছে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে চলমান রাস্তা খোঁড়াখুঁড়ি, পুরোনো যানবাহনের ধোঁয়া, ইটভাটা ও শিল্পকারখানার নির্গমন—সব মিলিয়ে ঢাকার বায়ু ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে।
স্বাস্থ্যঝুঁকি ও সতর্কতা
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমান দূষণের মাত্রায় বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা জরুরি। হাঁটাহাঁটি বা ব্যায়াম ঘরের ভেতরে করাই উত্তম। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের জন্য অতিরিক্ত সতর্কতা প্রয়োজন।
দক্ষিণ এশিয়ার দূষণ চিত্র
দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে লাহোর, দিল্লি, কলকাতা, মুম্বাই ও জাকার্তাও দূষণের মারাত্মক অবস্থায় রয়েছে। অঞ্চলজুড়ে শুষ্ক মৌসুমের শুরুতে ধোঁয়া, ধুলা ও শিল্প দূষণ দ্রুত বাড়ছে বলে জানিয়েছে আইকিউএয়ার।
পরিবেশবিদদের মতে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আসন্ন শীত মৌসুমে ঢাকায় বায়ুদূষণের মাত্রা আরও ভয়াবহ আকার নিতে পারে।