Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরে আরেকটি লঘুচাপের পূর্বাভাস, বাড়তে পারে বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১২:৪২ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৩:৫৪

আগামী ৫ দিনে বৃষ্টির প্রবণতা কমতে পারে। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এক পূর্বাভাসে জানান, বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

শনিবার (২৫ অক্টোবর) আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না, তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে। রোববার (২৬ অক্টোবর) রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার (২৭ অক্টোবর) একই রকম পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন লঘুচাপটি আরও ঘনীভূত হলে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে। তবে আপাতত বড় ধরনের ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই।

বিজ্ঞাপন

সৌম্যর আনন্দ, সৌম্যর বেদনা!
২৩ অক্টোবর ২০২৫ ১৬:০৩

প্রেম ভাঙলেও বন্ধুত্ব অটুট
২৩ অক্টোবর ২০২৫ ১৫:৫৯

আরো

সম্পর্কিত খবর